কালিয়াগঞ্জ, ২০ ডিসেম্বরঃ কালিয়াগঞ্জ কলেজের সূর্বনজয়ন্তী সমাপন উৎসবের সুচনা হল বৃহস্পতিবার। এদিন দুপুরে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সুচনা করেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। অতিথি হিসেবে সুচনা অনুষ্ঠানে ছিলেন জেলা সভাধিপতি কবিতা বর্মন, উওরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, উওরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য অসীম ঘোষ, পুরপ্রধান কার্তিক পাল, কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস সহ অন্যান্যরা।
১৯৬৮ সালের ২০ অগাস্ট কালিয়াগঞ্জ কলেজের পথচলা শুরু। ২০১৮ সালের ১৯ অগাস্ট পূর্ণ হয়েছে ৫০ বছর। সে সময় কলেজে পরীক্ষা ছিল বলে সমাপন উৎসব পালিত হচ্ছে ডিসেম্বরে। এই সূবর্নজয়ন্তীবর্ষ উৎসব শুরু হয়েছিল ২০১৭ সালে। উচ্চ শিক্ষার প্রসারে এই দীর্ঘ পথচলা কালিয়াগঞ্জ কলেজে আগামী দিনে এভাবেই শিক্ষার আঙ্গিনায় নিজের পরিধি ছড়িয়ে দিক এই প্রত্যাশা সকলের। ৩ দিন চলবে এই সূবর্নজয়ন্তী সমাপন উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদদাতাঃ সুচন্দন কর্মকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rMkgJF
December 20, 2018 at 07:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.