নয়াদিল্লি, ৫ ডিসেম্বরঃ দিল্লিতে আনা হল অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কাণ্ডে অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে। বর্তমানে তাকে সিবিআই-র সদর দপ্তরে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে পেশ করা হতে পারে।
ভারতে প্রত্যাবর্তনের আদেশের বিরুদ্ধে মিশেলের আবেদন গত নভেম্বরেই খারিজ করে দিয়েছে দুবাইয়ের আদালত। এরপরই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখ্য, ভিভিআইপিদের ব্যবহারের জন্য চপার কিনতে অগাস্টা ওয়েস্টল্যান্ড সংস্থার সঙ্গে ৩,৬০০ কোটি টাকার চুক্তি হয় পূর্বতন কেন্দ্রীয় সরকারের। অভিযোগ, সেই চুক্তিতে মধ্যস্থতার জন্য সংস্থার পক্ষ থেকে তিন লক্ষ ইউরো নিয়েছিলেন মিশেল। ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার হয় ক্রিশ্চিয়ান মিশেল। তারপর জামিনে মুক্ত ছিলেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zLs56T
December 05, 2018 at 12:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন