সিলেট, ১৪ ডিসেম্বর- সাধারণত বিজয়ী দলের অধিনায়কের সাথে ম্যাচসেরা পারফরমার আসেন খেলা শেষের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। তবে আজ ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করার পর অধিনায়ক মাশরাফি আর ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ একসঙ্গে ড্রেসিংরুম থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মিডিয়া ভবনের নিচতলায় কনফারেন্স রুমে আসেননি। ম্যান অব দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসার মিনিট তিনেক পর বের হন অধিনায়ক মাশরাফি। সরাসরি না হেঁটে ড্রেসিংরুম থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটা দিলেন টাইগার ক্যাপ্টেন। কানে মোবাইল লাগানো, দূর থেকেই বোঝা গেল মুঠোফোনে কারও সঙ্গে কথা বলছেন তিনি। কার সাথে কথা বলছিলেন নড়াইল এক্সপ্রেস? মাঠের মাঝামাঝি পার হয়ে যাওয়া সাংবাদিক বহরে তখন গুঞ্জন, ফিসফাস। পরে জানা গেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন অধিনায়ক মাশরাফিকে। সিরিজ জয় করার পর টাইগার অধিনায়ককে অভিনন্দন আর মাতৃস্নেহ শুভাশীষ জানাতেই মাশরাফিকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মাশরাফির শরীরের খোঁজ-খবরও নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিনায়কের হ্যামস্ট্রিং ইনজুরির কথা শুনে তাকে বিশ্রামে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র: জাগোনিউজ আর/১১:১৪/১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PCcICU
December 15, 2018 at 05:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top