জমি বিবাদের জেরে জখম চার

রাজগঞ্জ, ২৮ ডিসেম্বরঃ জমি বিবাদের জেরে জখম চার। আহতদের মধ্যে দু’জন যুবতি, একজন মহিলা ও একজন প্রৌঢ়। তাদের প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। পরে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। রাজগঞ্জের বাঁশবাড়ি ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, জমি নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। অমল রায়ের পরিবারের দাবি, তাদের কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে। অন্যদিকে সুনীল রায়ের পরিবারের দাবি, দীর্ঘদিন যাবৎ ওই জমির ওপর তাদের দখলস্বত্ব রয়েছে। শুক্রবার সেই জমি নিজেদের হেপাজতে নিতে গিয়েই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। অমল রায় জানান, তাঁর বাবার নামে জমিটির খতিয়ান রয়েছে। কিন্তু প্রতিবেশী সুনীল রায়ের পরিবার জমি দখল নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে মামলাও চলছে। এদিন সকালে সুনীল রায় জমি চাষ করতে শুরু করে। তাকে বাধা দিলে সুনীল রায়ের পরিবারের সদস্যরা এসে হামলা চালায় অমল রায়ের পরিবারের ওপর। জখম হয়েছেন অমলের বাবা স্ত্রী এবং দুই মেয়ে। ঘটনার তদন্তে রাজগঞ্জ থানার পুলিশ।

সংবাদদাতাঃ রণজিৎ বিশ্বাস

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GGSUiB

December 28, 2018 at 05:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top