ময়নাগুড়ি, ৮ ডিসেম্বরঃ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হতে চলেছে রামশাই প্রজাপতি পার্ক। পার্কের আয়তন বাড়ানোর পাশাপাশি, পর্যটকদের জন্য প্রজাপতির ওপর তথ্যচিত্র দেখানোর ব্যবস্থা করতে চলেছে বন দপ্তর। পাশাপাশি প্রজাপতি পার্কে গবেষণাগারের আরও উন্নয়ন করা হবে। এমনটাই ঘোষণা করলেন উত্তরবঙ্গের বন্যপ্রাণ বিভাগের বনপাল উজ্জ্বল ঘোষ।
২০১৩ সালে গরুমারা জঙ্গল সংলগ্ন ময়নাগুড়ি ব্লকের রামশাইয়ে বন দপ্তরের রাইনো রিসর্টের সামনে এই প্রজাপতি পার্কটি গড়ে তোলে বন দপ্তর। কমন জয়, টিনি গ্রাস ব্লু, লাইম ব্লু সহ হাজারও রঙিন প্রজাপতির দেখা মেলে।
ওয়াকিবহাল মহলের মতে, উত্তরবঙ্গে আগের মতো রংবেরংয়ের প্রজাপতি দেখা যায় না। গবেষণাগারটি পুরোপুরি চালু হলে দেশে প্রজাপতির বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। তাই পর্যটকদের কাছে এই প্রজাপতি পার্কটি আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য বন দপ্তর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ul6Dye
December 08, 2018 at 01:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন