রায়গঞ্জ, ১২ ডিসেম্বরঃ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে হাতাহাতির জেরে আহত এক কিশোর। বুধবার বিকের সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারই গ্রামে।
জানা গিয়েছে, দুপুরে বাড়ির পাশে ধান খেতে ধান কাটতে গিয়েছিল সুরজ চৌহান(১৪) ও বাপি বর্মন(১৬)। দুজনেই স্থানীয় স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্র। সঙ্গে অন্যান্য শ্রমিকরাও ধান কাটার কাজ করছিল। তবে কে কত বেশি ধান কাটবে তা নিয়ে বচসা বাধে সুরজ ও বাপির মধ্যে। এর পরই ধারালো অস্ত্র দিয়ে বাপি সুরজের মাথা লক্ষ্য করে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুরজ। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই তাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। জানা গিয়েছে, ওই কিশোরের বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযুক্ত বাপি পলাতক। বাপি বর্মনের বাবা ছেলের হয়ে ক্ষমাপ্রার্থনা করছেন সকলের সামনে। তিনি সুরজের চিকিৎসার খরচ বহন করতেও রাজি।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QtUdpE
December 12, 2018 at 06:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন