গুরুগ্রাম, ১৮ ডিসেম্বরঃ গুরুগ্রামে ৮ নম্বর জাতীয় সড়কের উপর রামপুরা উড়ালপুলে দেখা দিল ৪ ফুটের বড় গর্ত। মাত্র একবছর আগে তৈরি হয়েছিল উড়ালপুলটি।
উড়ালপুলের ঠিক মাঝখানে এত বড় গর্ত হয়ে যাওয়ায় জয়পুর থেকে দিল্লিগামী রাস্তায় সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত তীব্র যানজট হয়েছে। উড়ালপুলে যান চলাচলের গতি অত্যন্ত ধীরে হয়ে যাওয়ায় কর্মব্যস্ত সকালে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-এর সড়ক সুরক্ষা অফিসার অনিল কুমার জানিয়েছেন, সোমবার বিকেলে তাঁদের কাছে খবর আসে যে রামপুরা উড়ালপুলের মাঝখানে বিশাল গর্ত দেখা দিয়েছে। এরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই জায়গাটি ঘিরে ফেলেন। জোরকদমে চলছে মেরামতির কাজ।
গত বছর এনএইচএআই-এর উদ্যোগে চালু হয়েছিল রামপুরা উড়ালপুল। আইএমটি মানেসর থেকে খেরকি দৌলা টোল প্লাজা পর্যন্ত রাস্তাকে যুক্ত করছে এই উড়ালপুলটি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LqdLoS
December 18, 2018 at 10:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন