মুম্বাই, ০৩ নভেম্বর- বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যার পর খ্রিস্টান রীতিতে বিয়ে করেছেন তারা। এদিকে বিয়ের একদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের বিয়েতে বাজি পুড়িয়ে ট্রোলড হন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তোলেন, তার দিওয়ালির ক্যাম্পেনের কী হল? গত দিওয়ালিতে প্রিয়াঙ্কা আতসবাজি নয় প্রচারাভিযানের সরব হয়েছিলেন। এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে আবেদন করেছিলেন, আতসবাজি মুক্ত হোক এই দিওয়ালি। এটা আলোর উৎসব, আনন্দের উৎসব। পাঁচ বছর বয়স থেকেই তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। চিকিৎসাও হয়েছে অনেক। এই বিষয়ে বলতে গিয়ে দিওয়ালির আগে ওই আবেদন রেখেছিলেন প্রিয়াঙ্কা। অথচ সেই প্রিয়াঙ্কার বিয়েতেই দেদার আতসবাজি পুড়ল। শনিবার প্রথম বিয়ের পর জোধপুরের আকাশ ভরেছিল আতসবাজিতে। জনসাধারণকে যিনি আতসবাজি নিয়ে সচেতন করার কাজে নেমেছিলেন, সেই প্রিয়াঙ্কাই নিজের বিয়েতে উল্টো পথে হাঁটলেন কেন? ধুমধাম করে আতসবাজি পুড়িয়ে বিয়ে করলেন কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে বলেন, প্রচার পেতেই তারকারা এমন মন্তব্য করে থাকেন, কিন্তু নিজেদের অনুষ্ঠানে সে সব ভুলে মারেন। প্রশ্ন উঠেছে জোধপুরে বাজি পোড়ানোর সময় প্রিয়াঙ্কার সারমেয় প্রেম, পরিবেশ ও দূষণ জ্ঞান কোথায় গেল? দিল্লিতে মুখে মাস্ক পরে ঘুরছেন আর বাজি পুড়িয়ে জোধপুরকে দূষিত করছেন! এমন কটাক্ষও নববধূকে শুনতে হয়েছে। যদিও এই ট্রোলিংয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা। তিনি এখন ভারতীয় মতে বিয়েতে ব্যস্ত। উমেধ ভবনে অতিথি আপ্যায়নে ব্যস্ত। শনিবারই খ্রিস্টান মতে বর-বধূর মর্যাদা পেয়েছেন নিক-প্রিয়াঙ্কা। এর আগে গত আগস্ট মাসে তাদের বাগদান সম্পন্ন হয়। সূত্র: আনন্দবাজার আর/০৮:১৪/০৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QbOe8P
December 03, 2018 at 02:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন