যুবকের রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে

রায়গঞ্জ, ১ ডিসেম্বরঃ যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান গ্রামে একটি সরষে খেত থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে। যুবকের গলার নলি কাটা ছিল। দেহে একাধিক আঘাতের চিহ্ন। সারা গায়ে রক্তের দাগ। মৃত যুবকের পকেট থেকে একটি মানিব্যাগ উদ্ধার করেছে পুলিশ। মানিব্যাগ থেকে একটি কুড়ি টাকার নোট ও দুটি ফোন নম্বর পাওয়া গিয়েছে। এই নম্বরে ফোন করে ওই যুবকের পরিচয় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম গোকুল দাস(২৩)। বাড়ি রায়গঞ্জ থানার মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর গ্রামে। পেশায় সে টোটো চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার রুপাহার গ্রামে মহিষবাথানের বাসিন্দারা শনিবার সকালে জমিতে কাজ করতে গেলে সেখানে যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার আইসি সুরোজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতের বাবা জানান, শুক্রবার বিকেলে টোটো নিয়ে বেরিয়েছিল সে। ফেরেনি সারারাত। অনেক খোঁজখবর করেও খোঁজ মেলেনি। আজ সকালে পুলিশের ফোন পেয়ে মাঠে ছেলের দেহ চিহ্নিত করেন বাবা। তবে পাওয়া যানি টোটো গাড়িটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টোটো গাড়ি ছিনতাই করার জন্যই ওই যুবককে খুন করা হয়েছে। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।’

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FRFU9s

December 01, 2018 at 05:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top