মরশুমের প্রথম ডার্বি জয় ইস্টবেঙ্গলের

কলকাতা, ১৬ ডিসেম্বরঃ মরশুমের প্রথম ডার্বিতে জিতল ইস্টবেঙ্গল। মোহনবাগানকে ৩-২ গোলে হারাল তারা। জোড়া গোল করে এ দিনের ম্যান অফ দ্য ম্যাচ ইস্টবেঙ্গলের রালতে।

এদিন ম্যাচের প্রথম গোলটি করে মোহনবাগান। ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল করে বাগানকে এগিয়ে দেন আজহারউদ্দিন মল্লিক। তার ঠিক চার মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের রালতে গোল করে সমতা ফেরান। প্রথমার্ধের কিছুক্ষণ আগে জবি জাস্টিনের করা গোলে ২-১ এগিয়ে যায় লালহলুদ। ৬২ মিনিটে রালতে ফের গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে এগিয়ে দেন। ৭৫ মিনিটে বাগানের হয়ে ব্যবধান কমালেন ডিকা।

ম্যাচের ৫৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ওবুমনেমেকে। ফলে ম্যাচের বাকি সময় দশ জনেই খেলতে হয় মোহনবাগানকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ULcqgZ

December 16, 2018 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top