শুষ্ক চোখ? মেনে চলুন এই ঘরোয়া পদ্ধতি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শরীরের সব কটি ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে সংবেদনশীল হল চোখ। তাই এর প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত প্রয়োজন। চোখের পৃষ্ঠের উপর পর্যাপ্ত তৈলাক্তকরণ, পুষ্টি এবং আর্দ্রতার অভাব ঘটলে শুষ্ক চোখের সমস্যা দেখা যায়। চোখ যখন তৈলাক্ত থাকার জন্য যথেষ্ট অশ্রু তৈরি করতে অক্ষম হয় বা অশ্রুর মান খুব খারাপ হয় এবং খুব দ্রুত বাষ্পীভূত হয়, তখন তা চোখের শুষ্কতা, জ্বালা, প্রদাহ এবং বিবর্ণ দৃষ্টির সৃষ্টি করতে পারে। শুকনো চোখ একটি অস্বস্তিকর এবং বেদনাদায়ক অবস্থা।

শুষ্ক চোখের সমস্যা নানা কারণে হতে পারে। যেমন চোখের ডিজিটাল স্ট্রেন, চোখের অ্যালার্জি, চোখের আগেকার কোনও অস্ত্রোপচার, অনেকক্ষণ চোখের পাতা না ফেলা, কিছু নির্দিষ্ট ওষুধ বা বার্ধক্য। শুষ্ক চোখের কিছু সাধারণ উপসর্গ হল, লাল চোখ, চোখের চুলকানি, চোখ ফোলা, চোখ জ্বালা করা, হালকা সংবেদনশীলতা, চোখ লালচে হওয়া বা চোখের ঘা।

শুষ্ক চোখের উপসর্গ উপশমের ৬ টি ঘরোয়া পদ্ধতিঃ

ভিটামিন ডি

ভিটামিন ডি-এর অভাব হলে চোখ শুষ্ক হয়ে যায়। ভিটামিন ডি সম্পন্ন একটি ডায়েট আপনার শুষ্ক চোখের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। ভিটামিন ডি সমৃদ্ধ কিছু খাবার হল ডিমের কুসুম, আখরোট, পনীর, ফ্যাটি মাছ যেমন সালমন বা টুনা, বাদাম এবং বীজ।

ঘন ঘন চোখ বন্ধ করুন

একটানা কাজ করতে করতে থাকলে মাঝে মাঝে বিরতি নিয়ে ঘন ঘন চোখ খোলা বন্ধ করুন। বিশেষ করে কম্পিউটার, মোবাইল ফোন বা টেলিভিশন দেখার সময় বিরতি নেওয়ার চেষ্টা করুন। মাঝে মাঝে বিরতি আপনার চোখের আর্দ্রতা ফিরে পেতে সাহায্য করবে।

পরিবেশ পরিবর্তন করুন

শুষ্ক চোখের সমস্যায় পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিগারেটের ধোঁয়া এড়ানো উচিত, বাইরে ঝড়ের সময় বাড়ির মধ্যে থাকাই উচিৎ। সিগারেটের ধোঁয়া চোখ জ্বালিয়ে দেয় এবং আপনার চোখ লাল হয়ে যেতে পারে। এছাড়াও, যখন আপনি সাইকেল চালাচ্ছেন বা স্কিইং করছেন তখন আপনার চোখ রক্ষা করুন। নিয়মিত সানগ্লাস পরুন।

তরল খান প্রচুর পরিমাণে

সারা দিন প্রচুর পরিমাণে তরল পদার্থ পান করুন। এই তরল শুষ্ক চোখের উপসর্গ উপশমে সাহায্য করবে। জল ছাড়াও অন্যান্য তরলের মধ্যে লেবু জল, তাজা ফলের রস, নারকেল জল এবং সাধারণ স্মুদি খেতে পারেন।

গরম সেঁক

চোখের সংবহন উন্নতি এবং আরাম দেওয়ার জন্য চোখে হালকা গরম সেঁক করতে পারেন। প্রতিদিন এই দুই থেকে তিন বার এই সেঁক করুন। এটি অশ্রু গ্রন্থিগুলি থেকে তেল নিষ্কাশনে সহায়তা করবে।

পর্যাপ্ত ঘুম

ঘুম কম হলেও চোখ শুষ্ক চোখ হতে পারে। পর্যাপ্ত ঘুম কর্নিয়ার আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অতএব, প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টার ঘুম নিশ্চিত করুন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2B1UmWI

December 09, 2018 at 10:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top