বিশ্বনাথে মসজিদে মসজিদে পুলিশের চিঠি

policeবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পুলিশ আজ শুক্রবার (৭ ডিসেম্বর) ৪টি মসজিদের ইমামকে সচেতনতা মূলক চিঠি দিয়েছে। আজ জুম্মার নামাজের পূর্বে থানার এসআই লিটন রায় ইমামদের হাতে চিঠিগুলো পৌছে দিয়েছেন। উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ, পশ্চিম শ্বাসরাম (মোকাম) জামে মসজিদ, সরুয়ালা জামে মসজিদ ও ননকীপাড়া জামে মসজিদের ইমামের হাতে এসব চিঠি দিয়েছেন বলে জানাগেছে।

বিশ্বনাথ থানার এসআই লিটন রায় বলেন, শীত মৌসুমে চুরি-ডাকাতি প্রতিরোধে থানার অফিসার ইন-চার্জের নির্দেশে আজ আমি বিভিন্ন মসজিদের ইমামদের হাতে সচেতনা মূলক চিঠি পৌছে দিয়েছি। চিঠিতে বলা হয়েছে, প্রত্যেকটি গ্রামে পাহারার ব্যবস্থা করতে। ওই বিষয়টি গ্রামের লোকজনকে বলতে ইমামদের হাতে চিঠিগুলো দেয়া হয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2B2urhu

December 07, 2018 at 10:20PM
07 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top