সিলেট, ০৮ ডিসেম্বর- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)র এবারের আসরের পর্দা উঠছে আগামী জানুয়ারি মাসে। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। এদিকে, বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অনেকদিন আগে থেকেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়ান এই মারকুটে ব্যাটসম্যান বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন। এবার শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, সিলেট দলে অধিনায়কের ভূমিকাতে দেখা যাবে ওয়ার্নারকে। ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে খেলানোর কথা ইতোমধ্যে নিজেদের অফিসিয়ালি ফেসবুক পেজে জানিয়েছে সিলেট সিক্সার্স। অবশ্য স্পট ফিক্সিং অপরাধের জন্য বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন ওয়ার্নার। কিন্তু ক্রিকেট বিশ্বের প্রায় সব জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন তিনি। উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে সিলেট সিক্সার্স। সিক্সার্স শিবিরে ওয়ার্নার ছাড়াও রয়েছেন দেশীয় ক্রিকেটার হার্ডহিটার সাব্বির রহমান, পেসার তাসকিন আহমেদ এবং সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীরের মত তারকারা। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/০৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2E6XKmk
December 08, 2018 at 04:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top