টরন্টো, ১৭ ডিসেম্বর- গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কানাডা বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন নগরীর রেড হট তান্দুরী রেস্টুরেন্টের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্ণধাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, বাংলামেইল সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু, ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকার, দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টো,আজকাল সম্পাদক মাহবুব চৌধুরী রণি, ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি আখলাক হুসেন, সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান, রোটারিয়ান মইন চৌধুরী, বেলায়েত চৌধুরী রিপন, ছাদ চৌধুরী, নাসির উদ্দীন, মইনুল ইসলাম, হবিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পপাদক এবাদ চৌধুরী, ওসমানী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, মোস্তফা দুলারী প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণীর পর ছিল সংগীতানুষ্ঠান। এ পর্বে টরন্টোর দুই জনপ্রিয় শিল্পী সাবু শাহ এবং মুনিরা মুন্নীর কন্ঠে বেশ কিছু জনপ্রিয় দেশের গান দর্শক শ্রোতারা প্রাণ ভরে উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কানাডা বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মিলাদ চৌধুরী। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2URiIf1
December 17, 2018 at 11:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top