চাঁচলে কৃষি মেলা

সামসী, ১৮ ডিসেম্বরঃ মঙ্গলবার চাঁচলে সূচনা হল কৃষিমেলার। চাঁচল ২ নম্বর ব্লকের মালতীপুরে তিনদিন ধরে চলবে এই কৃষি মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার এসডিও সব্যসাচী রায়, চাঁচল থানার আইসি সুকুমার মিশ্র, চাঁচল ১ ও ২ এর সহ কৃষি অধিকর্তা জয়ন্ত দাস ও দেবাশিস ঘোষ, চাঁচল ২ বিডিও পবিত্র বর্মন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, চাঁচল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মন্ডল, জেলা পরিষদ সদস্য উম্মেহানি বিবি, এই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যাগণ ও এই ব্লকের অন্যান্য বিশিষ্ট জনেরাও।

সংবাদদাতাঃ মুরতুজ আলম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QEn0I7

December 18, 2018 at 05:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top