গম্ভীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বরঃ ক্রিকেট মাঠ থেকে অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়কের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রিয়াল এস্টেট জালিয়াতি মামলায় জড়িয়ে যাওয়াতেই আদালতে হাজিরা দিতে হবে বিশ্বকাপজয়ী গম্ভীরকে।

দীর্ঘদিন ভারতের জার্সিতে দেখা না গেলেও মাঝেমধ্যেই আলোচনায় চলে আসতেন গৌতম গম্ভীর। কখনও কাশ্মীরে নিহত নিরাপত্তাকর্মীর সন্তানের পাশে দাঁড়িয়ে, আবার কখনও বিতর্কিত টুইট করে। সদ্য অবসর নেওয়ার পরও মহেন্দ্র সিং ধোনির দল নির্বাচনের সমালোচনা করেছিলেন ‘গোতি’। আগামী লোকসভা ভোটে বিজেপির হয়ে গম্ভীরের ভোটে দাঁড়ানো নিয়েও জল্পনা চলছিল। কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারির খবরে সে সব পিছনে চলে গিয়েছে। দিল্লির গাজিয়াবাদ অঞ্চলের ইন্দ্রপুরামে একটি নির্মীয়মান আবাসন প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের ছিলেন গম্ভীর৷ ১৭ জন ক্রেতার অভিযোগ, ২ কোটি টাকা দিয়ে আবাসনের ফ্ল্যাটের অগ্রিম বুকিং করলেও সেই ফ্ল্যাটের চাবি পাননি তাঁরা৷ সেই অভিযাগের ভিত্তিতেই দিল্লির সাকেত আদালতে আবাসন নির্মীয়মান সংস্থার বিরুদ্ধে মামলা চলছে৷ গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ, একাধিকবার তাঁকে আদালতে শুনানির জন্য ডাকা হলেও হাজিরা দেননি গম্ভীর৷ সেকারণেই তাঁর বিরুদ্ধে এবার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷ ২৪ জানুয়ারি গম্ভীরকে আদালতে হাজিরা দিতে হবে৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BywdXQ

December 20, 2018 at 12:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top