সামসী স্টেশনের সমস্যা ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে স্মারকলিপি

সামসী, ১৮ ডিসেম্বরঃ সামসী রেল স্টেশনের যাবতীয় সমস্যা ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে মঙ্গলবার সামসী ইউথ ফেডারেশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হল স্টেশন ম্যানেজারের কাছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, ২ নম্বর প্ল্যাটফর্মের প্রবেশদ্বার কয়েকবছর ধরে বন্ধ রয়েছে। যাত্রীদের সুবিধের জন্য পুনরায় তা খোলার দাবি জানানো হয়। এছাড়াও ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে একটি টিকিট কাউন্টার খোলার দাবি জানানো হয়েছে।

সামসী রেল স্টেশনে পর্যাপ্ত আলোর ও পানীয় জলের ব্যবস্থা এবং স্টেশনের শৌচালয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আরও কিছু শৌচালয় নির্মাণের দাবি জানানো হয়েছে। দাবিগুলো পূরণ না হলে পরবর্তীতে বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছে সামসী ইউথ ফেডারেশন। স্টেশন ম্যানেজার উজ্জ্বল রায় বলেন, ‘সামসী ইউথ ফেডারেশনের দাবি-দাওয়াগুলো রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

সংবাদদাতাঃ মুরতুজ আলম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PKzYPd

December 18, 2018 at 08:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top