৩২ বছর পর ফের দার্জিংয়ে গোল্ডকাপ

শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ ৩২ বছর পর ফের দার্জিলিংয়ে আয়োজন হচ্ছে গোল্ডকাপ। শেষবার ১৯৮৬ সালে দার্জিলিংয়ে হয়েছিল খেলা। পর ফলে টুর্নামেন্ট আয়োজনে কোনো খামতি রাখতে চাইছে না জিটিএ। অংশ নেবে ইস্টবেঙ্গল ও মহমেডান।

ইতিমধ্যেই গোল্ডকাপের ছাড়পত্র ও স্বীকৃতি দিয়েছে এআইএফএফ।
আগামীকাল শিলিগুড়ির এক হোটেলে গোল্ডকাপের রেপ্লিকা সর্বসমক্ষে আনবে জিটিএ। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের দাবি, ৪২ ইঞ্চি লম্বা এই কাপে থাকছে বিশেষ চমক। উদ্বোধনী ম্যাচটি হবে শিলিগুড়ির অদূরে শালুগাড়ায়। দিন ও রাতের ম্যাচ হবে। বাকি ম্যাচগুলি দিনের বেলায় পাহাড়ের বিভিন্ন এলাকায় চলবে। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। খেলা শুরু হবে আগামী ৯ ডিসেম্বর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ফাইনাল হবে কালিম্পংয়ে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2U3CKST

December 01, 2018 at 02:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top