ঢাকা, ৩১ ডিসেম্বরঃ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সাফল্য পেল আওয়ামি লিগ। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন শেখ হাসিনা। মোট ৩০০টি আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ পেয়েছে ২৫৯টি। আওয়ামি লিগের নেতৃত্বাধীন মহাজোট মোট পেয়েছে ২৮৮টি আসন। বিএনপি পেয়েছে মাত্র ৫টি আসন। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামি লিগ। অন্য দলগুলোর মধ্যে এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন, স্বতন্ত্র ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন।
যদিও বিরোধী জোটের নেতা কামাল হোসেন ফের নির্বাচনের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি। যত দ্রুত সম্ভব ফের ভোট করা উচিত।
বাংলাদেশে নির্বাচনের আগে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আওয়ামি লিগ ও বিএনপি-র সংঘর্ষে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর এসেছে। অভিযোগ দায়ের হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2VlmSM7
December 31, 2018 at 11:42AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন