ঢাকা, ৩০ ডিসেম্বর- ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ভোট দিয়েছেন। রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে অংশ নেন তিনি। রাজধানীর গুলশান ২ এ মডেল স্কুলে ভোট দেন শাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন তার মা রেজিয়া বেগম। তিনিও একই কেন্দ্রে ভোট দেন। ভোট দেয়া শেষে শাকিব খান বলেন, খুব সুন্দর পরিবেশ ছিল ভোট কেন্দ্রে। ভেবেছিলাম হয়তো লোক কম থাকবে। কিন্তু প্রচুর ভোটার ছিল। বিশেষ করে নারী ভোটার ছিল চোখে পড়ার মত। ভোটকেন্দ্রে গিয়ে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো, আড্ডা হল। তিনি বলেন, আমি ও মা আমরা দেশ ও দেশের মানুষের উন্নয়নের প্রত্যাশায় ভোট দিয়েছি। আশা করছি নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও মনোনিবেশ করবেন। এর আগে সকালে ভোট দিতে যান শাকিব খানের বাবা আব্দুর রব। প্রসঙ্গত, শাকিব খান নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেননি। তবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী ও সংস্কৃতিবান্ধব নেত্রী আখ্যায়িত করে নৌকায় ভোট চেয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন। সূত্র : জাগোনিউজ আর/১৬:১৪/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EWVdM0
December 30, 2018 at 11:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top