ইশা অম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠান, মুম্বই এয়ারপোর্টে তৈরি হল নতুন রেকর্ড

মুম্বই, ১০ ডিসেম্বরঃ অম্বানি-কন্যা ইশার প্রাক-বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হল নতুন রেকর্ড। একদিনে সর্বোচ্চ বিমান উড়ানের রেকর্ড তৈরি করল মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর আগে জুন মাসে এই বিমানবন্দর থেকে ১০০৩টি বিমান উড়ানের রেকর্ড ছিল। শনিবার পুরোনো রেকর্ড ভেঙে ১০০৪টি বিমান উড়েছে মুম্বই এয়ারপোর্ট থেকে।

আগামী ১২ ডিসেম্বর মুম্বইতে বসতে চলেছে অম্বানি-কন্যার জমকালো বিয়ের আসর। তার আগে উদয়পুরে চলছে প্রাক-বিয়ের অনুষ্ঠান। সেখানে যোগ দিতেই দেশ বিদেশ থেকে অতিথিরা হাজির হচ্ছেন উদয়পুরে। সরাসরি উদয়পুর যেতে তারা ব্যবহার করছেন মুম্বই এয়ারপোর্টকে। যার জেরে তৈরি হল এই নতুন রেকর্ড।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A0KKMn

December 10, 2018 at 05:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top