সপ্তাহ পেরিয়েও খনিগর্ভে  আটকে ১৫ শ্রমিক

শিলং, ২২ ডিসেম্বরঃ খনিগর্ভে জল ঢুকে যাওয়ায় আটকে ১৫ জন শ্রমিক। মেঘালয়ে এই ঘটনার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও উদ্ধার করা যায়নি ওই শ্রমিকদের। জাতীয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকলের সাহায্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। বেআইনি খাদানে শ্রমিকদের নামার ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও আরও তিনজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। সেই ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও এখনও তাঁদের উদ্ধার করা সম্ভব না হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর মেঘালয়ের পূর্ব জয়ন্তী এলাকায় জঙ্গলের ভিতর একটি বেআইনি কয়লা খাদানে নেমে আটকে পড়েন ওই শ্রমিকরা। জানা গিয়েছে, খাদানের ভিতরে নদীর জল ঢুকে পড়ায় এই বিপত্তি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EDCS6l

December 22, 2018 at 09:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top