দেশের সব বিমানবন্দরে আঞ্চলিক ভাষায় ঘোষণার নির্দেশ

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বরঃ এখন থেকে বিমানবন্দরগুলিতে আগে আঞ্চলিক ভাষায় তারপর হিন্দি ও ইংরেজিতে ঘোষণা করতে হবে। এমনটাই নির্দেশ দিল কেন্দ্র। দেশের সব বিমানবন্দরে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। বুধবার অসামরিক বিমানমন্ত্রকের মন্ত্রী সুরেশ প্রভু এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেন। বেসরকারি বিমানবন্দর অপারেটরদের কাছেও এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালেও আঞ্চলিক ভাষায় পরিসেবা সংক্রান্ত ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। তবে সেই নিয়ম সব জায়গায় কার্যকর করা হয়নি বলে অভিযোগ। অসামরিক বিমানমন্ত্রকের মন্ত্রী সুরেশ প্রভুর কাছে এই সংক্রান্ত অভিযোগ পৌঁছানোয় ফের নির্দেশিকা জারি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GIl7Wl

December 27, 2018 at 11:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top