নয়ডা, ২৫ ডিসেম্বরঃ দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডায় প্রকাশ্যে বিনা অনুমতিতে নমাজপাঠে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। নয়ডা সেক্টর ৫৮-এর কোনও পার্কে পড়া যাবে না নমাজ। সেক্টর ৫৮ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে একাধিক অভিযোগ পেয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, নয়ডার সেক্টর ৫৮-এ অবস্থিত বেসরকারি সংস্থাগুলিকে নোটিস পাঠিয়ে বলা হয়েছে তাদের কোনও কর্মী প্রকাশ্য স্থানে নমাজ পড়তে গিয়ে ধরা পড়লে দায়ী করা হবে নিয়োগকর্তাকে। পুলিশের দাবি, বিভিন্ন সংস্থায় কর্মরত ব্যক্তিরা ওই এলাকায় প্রকাশ্যে নমাজ পড়েন।
পুলিশ সূত্রে খবর, সরকারি জায়গায় কোনও ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে প্রশাসনের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে নমাজ পড়া হচ্ছিল কোনও অনুমতি না নিয়েই। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হওয়ায় স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি নিতে যান কয়েকজন। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মাথায় রেখে অনুমতি দেয়নি প্রশাসন। নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, অফিস চত্বরের ভেতরে বা ছাদে নমাজ পড়ার ব্যবস্থা করুক সংস্থাগুলি। যাতে কোনও কর্মীকে সরকারি জায়গায় নমাজ পড়তে বেরোতে না হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RjQyKo
December 25, 2018 at 07:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন