টরন্টো, ১৬ ডিসেম্বর- শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত ১৪ ডিসেম্বর টরন্টোতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর মিজান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে চেতনায় ৭১ নামে একটি নতুন সংগঠন। সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ফয়জুল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ হোসেন, বিশিষ্ট সংগঠক আজিজুর রহমান মোল্লা, ড. জগদীশ সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসমত আরা জুঁই, বিশিষ্ট সমাজ সেবক মহসিন ভূঁইয়া, বিশিষ্ট রিয়েলটর শ্যাম মুখার্জি, রবিন ইসলাম, শহীদ সন্তান শম্পা সাহা, নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি মিজানুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দেশে বিদেশের সম্পাদক নজরুল মিন্টো এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু। সভার শুরুতে বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি করেন হিমাদ্রী রায় ও আহমেদ হোসেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GodnbM
December 17, 2018 at 04:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top