নৈতিক দায়িত্ব হিসেবে ইলিয়াস আলী গুমের প্রতিবাদ করি : মুনতাছির আলী

dবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: নৈতিক দায়িত্ব হিসেবে সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী গুমের প্রতিবাদ করে যাচ্ছি। ফিরিয়ে না দেয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে। ‘নিখোঁজ’ আনসার আলীর মাকে দেখতে গিয়ে তাঁর মায়ের কান্না দেখে কান্নার জবাব দিতে পারি না।

তিনি বলেন, দূর্ভাগ্য বাংলাদেশ আজ গুমের দেশে পরিণত হয়েছে। এখন নদী-খালে মাছের চেয়ে বেশী লাশ পাওয়া যায়। ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ গুলি করে। এসবের পরিত্রান চায় দেশের মানুষ। শান্তি চায়। শান্তি ও উন্নয়নের স্বার্থে ৩০ ডিসেম্বর দেয়াল ঘড়ি মার্কায় ভোট চান তিনি। আজ সোমবার বিশ্বনাথের দশঘরে ওঠান বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী এসব কথা বলেন।

পূর্ব দশঘর গ্রামের সুন্দর আলীর বাড়িতে বৈঠকে সভাপতিত্ব করেন হাজী মো. আব্দুল আহাদ। হোসাইন আহমদের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ মুনতাছির আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফজর আলী, হাফিজ মাওলানা শিব্বির আহমদ, কবির আহমদ নানু, হাফিজ জামাল আহমদ, মাওলানা সাদিকুর রহমান। এছাড়া বৈঠকে পূর্ব দশঘর গ্রামের ইউসুফ আলী, মনসুর আলী, নুরুল, সুজেল আহমদ, সফিক আহমদ, ফুজায়েল আহমদ, আবু বক্কর, সুন্দর আলীসহ বিপুল সংখ্যক দেয়াল ঘড়ির সমর্থক উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2SpnRtb

December 25, 2018 at 01:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top