চলতি মাসেই যাত্রা শুরু ‘ট্রেন ১৮’-এর

নয়াদিল্লি, ২০ ডিসেম্বরঃ সুরক্ষা পরীক্ষায় পাশ করার পর এ বার যাত্রী পরিবহণের জন্য প্রস্তুত দেশের ‘ট্রেন ১৮’।  ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর থেকেই যাত্রা শুরু করবে প্রথম দ্রুতগতির ইঞ্জিনবিহীন ট্রেন। সেক্ষেত্রে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসী থেকেই যাত্রা শুরু করবে এই ‘ট্রেন ১৮’।  ১০০ কোটি টাকা খরচে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ‘ট্রেন ১৮’। এটিই এখন দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারলেও আপাতত ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে এই ট্রেনটি চালানো হয়েছে। ডিসেম্বরের শুরুতে রাজস্থানের কোটা-সওয়াই মাধোপুর সেকশনে পরীক্ষামূলকভাবে চালানো হয় এই ট্রেন। ‘সেল্ফ প্রপলেড ইঞ্জিনলেস’  ১৬ কামরার ট্রেনটি শতাব্দী এক্সপ্রেসের থেকে ১৫ শতাংশ কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছবে। এতে ১৬টি কামরা রয়েছে। এই ট্রেনটি চালু হলে তা এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন গতিমান এক্সপ্রেসকেও ছাপিয়ে যাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2V0Eywr

December 20, 2018 at 11:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top