বড়দিনে দরিদ্রদের পাশে ইচ্ছেডানা

শিলিগুড়ি, ২৫ ডিসেম্বরঃ বড়দিনে দরিদ্রদের পাশে দাড়াল সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠী ‘শিলিগুড়ি ইচ্ছেডানা’। সোমবার মধ্যরাত থেকে গোষ্ঠীর সদস্যরা সান্টা ক্লজ সেজে শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় আশ্রয়হীন মানুষদের কাছে বড়দিনের উপহার হিসেবে পৌঁছে দেয় কম্বল, মিষ্টি, খাবার ও চকোলেট। পাশাপাশি মঙ্গলবার বড়দিনের সকালেও শিলিগুড়ি জংশন, মাটিগাড়া হাট, মাটিগাড়া পরিবহন নগর এবং শিবমন্দিরে সান্টা সেজে পথবাসী দরিদ্রদের হাতে শীতবস্ত্র ও খাবার তুলে দেয় তাঁরা। দু’দিন মিলিয়ে প্রায় পাঁচশো কম্বল দান করা হয়। সংস্থার পক্ষ থেকে দেবাদিত্য চক্রবর্তী বলেন,‘বড়দিনের আনন্দ উৎসবের আলো থেকে বহুদূরে থাকা অসহায় দরিদ্র মানুষের সঙ্গে ভালোবাসা ও আনন্দ ভাগ করে নিতে আমাদের এই উদ্যোগ।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BCxrkX

December 25, 2018 at 04:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top