বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: চুরি ও ডাকাতি প্রতিরোধে গতকাল রবিবার বিশ্বনাথ থানা পুলিশ বাগিছা বাজারে ওঠান বৈঠক করেছেন। বৈঠকে থানার এসআই আলতাবউজ্জামান রিগ্যান, এ এসআই রতন চন্দ্র সরকারসহ স্থানীয় বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
সভায় ছমিরউদ্দিনকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ঠ চুরি-ডাকাতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্ঠা আতাউর রহমান আতা, আলতাব আলী মেম্বার, ঠাকুর আলী, গেদা মিয়া। সদস্যরা হলেন মনোহর আলী, জয়ন্ত আচার্য্য, জুয়েল মিয়া, বাবুল মিয়া, আব্দুল মজিদ, হাজী গয়াছ মিয়া, সদর আলী, আনোয়ার হোসেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2rvhqbT
December 10, 2018 at 08:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.