বুলন্দশহরকাণ্ডে গ্রেফতার ৪, ২৭ জনের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ৪ ডিসেম্বরঃ উত্তর প্রদেশের বুলন্দশহরে ইন্সপেক্টর সুবোধ কুমার সিং-এর হত্যার ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত যোগেশরাজ সহ মোট চারজনকে। মঙ্গলবার এইকথা জানান মেরঠ জোনের এডিজি প্রশান্ত কুমার। তিনি বলেন, দুটি এফআইআর দায়ের হয়েছে। একটি গো হত্যার অভিযোগ নিয়ে এবং অপরটি তার পরে হওয়া হিংসা নিয়ে। দ্বিতীয় এফআইআর-এ ২৭ জনের নাম রয়েছে। কেন ওই হিংসার ঘটনা ঘটল এবং কেন বাকি দুই পুলিশ অফিসার সুবোধ কুমারকে জনতার রোষের মধ্যে একা ফেলে রেখে পালাল তার তদন্ত করতে সিট গঠিত হয়েছে।

এদিন সকালে পুলিশের তরফে সুবোধ কুমারকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সুবোধ কুমারের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি দুদিনের মধ্যে পুরো ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টও চেয়েছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pku2fs

December 04, 2018 at 12:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top