পিএসজি তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া আবার আর্জেন্টিনার জার্সিতে খেলতে চান। আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কোচ লিওনেল স্কালোনির সঙ্গে কথাও বলেছেন তিনি। জাতীয় দলে খেলার ব্যাপারে ফক্স স্পোর্টসকে ডি মারিয়া বলেন, আমি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে চাই। আমার স্কালোনির সঙ্গে কথা হয়েছে, আমি খেলার কথা বলেছি তাকে। সুযোগ পেলে ভালো খেলতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি কখনোই আর্জেন্টিনার জার্সিকে না করিনি। দেশের হয়ে খেলা সব ফুটবলারের জন্য অবশ্যই খুব বড় বিষয়। আর্জেন্টিনার নতুন দল নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও বর্তমান পিএসজি তারকা বলেন, বর্তমান আর্জেন্টিনা দলে অনেক নতুন ফুটবলার এসেছেন। অনেকে দলে নতুন মুখ চাচ্ছিলেন। নতুনরা দলে আসায় আমি আনন্দিত এবং এটি আর্জেন্টিনা দলের জন্য ভালো। মেসিকে নিয়ে ডি মারিয়া বলেন, আমরা বিশ্বকাপে হেরে যাওয়ার ফল মেসি সবচেয়ে বেশী ভোগ করেছে। তবে আমি মনে করি সে আবার জাতীয় দলে ফিরবে। উল্লেখ্য, আর্জেন্টিনার নতুন কোচের দায়িত্ব নিয়ে স্কালোনি বার্সা তারকা মেসির ফেরানোর চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু ডি মারিয়া, আগুয়েরো, হিগুয়েইনরা পড়ে গেছেন বাতিলের খাতায়। আর/০৮:১৪/০৬ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2G5dhWj
December 06, 2018 at 04:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন