হেলাপাকড়ি, ২৮ডিসেম্বরঃ ভারতীয় চা পর্ষদের নির্দেশিকা অমান্য করে পাতা তোলার অভিযোগ উঠল একটি চা বাগানের বিরুদ্ধে। গত ১৫ ডিসেম্বর থেকে সমস্ত চা বাগানে কাঁচা পাতা তোলা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে ভারতীয় চা পর্ষদ। কিন্ত চা পর্ষদের সেই নির্দেশিকাকে অমান্য করে সেই বাগানে পাতা তোলা হচ্ছে বলে অভিযোগ। তবে শ্রমিকদের বক্তব্য, মালিক পক্ষের নির্দেশেই পাতা তুলছেন তারা। যদিও এই বিষয়ে বাগানের জেনারেল ম্যানেজার কাঁচা পাতা তোলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, পর্ষদের নিয়ম মেনেই চলছেন তাঁরা। তিনি এও বলেন, এদিন যে পাতা তোলা হয়েছিল, তা মালচিং এর জন্য তোলা হয়েছে। ফ্যাক্টরিজাত করার জন্য নয়। এদিকে চা পর্ষদের নির্দেশিকা অমান্য করার প্রতিবাদে সরব হয়েছে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি। এমনকি ওই চা বাগানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদদাতাঃ উত্পল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TjiwDL
December 28, 2018 at 05:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন