ওয়াশিংটন, ৫ ডিসেম্বরঃ আইসিস জঙ্গি সংগঠনকে সাহায্য করার অভিযোগ উঠেছে মার্কিন সেনার বিরুদ্ধে। জানা গিয়েছে, ইকাইকা ইরিক ক্যাং নামে ওই ব্যক্তি মার্কিন সেনাবাহিনীতে মডেল সেনা হিসেবে কাজ করত। সেই সুযোগেই সেনাদের গোপন তথ্য আইসিস জঙ্গি সংগঠনের কাছে পৌঁছে দিত সে।
তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, মার্কিন সেনাদের প্রশিক্ষণের ফুটেজও সরবরাহ করেছে ক্যাং। এমনকি বিভিন্ন ধরণের অস্ত্রের ছবি, ভিডিয়ো আইসিসদের গত দুই বছর ধরে দিয়ে আসছিল ওই ব্যক্তি। গোটা বিষয়টি সামনে আসার পর সমস্ত তথ্য আদালতে পেশ করেন গোয়েন্দারা। এফবিআইয়ের বিশেষ আদালত, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E2GYF2
December 05, 2018 at 02:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন