সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ

কলকাতা, ২৪ ডিসেম্বরঃ ২০১৮-১৯ সালের সিবিএসই পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ হল। ২০১৯ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৩ এপ্রিল। ২০১৯ সালের দশম শ্রেণির পরীক্ষা শুরু ২১ ফেব্রুয়ারি, শেষ ২৯ মার্চ। রবিবার সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.nic.in -এ ২০১৯ সালের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়।

পড়ুয়াদের সুবিধার্থে এবার পরীক্ষার সাত সপ্তাহ আগেই নির্ঘণ্ট প্রকাশ করল সিবিএসই পর্ষদ। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের সকাল ১০টার সময় উত্তরপত্র দেওয়া হবে। প্রশ্নপত্র দেওয়া হবে ১০টা ১৫ মিনিটে। ২০১৯ সালের জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ সিবিএসই পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BB0KEB

December 24, 2018 at 12:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top