কলকাতা, ২০ ডিসেম্বর- আজ বৃহস্পতিবার শপথ নিলেন রাজ্যের চার নতুন মন্ত্রী। এঁরা হলেন, তাপস রায়, সুজিত বসু, নির্মল মাঝি এবং রত্না ঘোষ কর। রাজভবনে এক অনুষ্ঠানে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শপথ নেওয়ার পর মন্ত্রীদের দফতর বন্টনও করে দেওয়া হয়। তাঁরা কোথায় বসবেন তা ঠিক করে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শপথ নেওয়ার পর নতুন মন্ত্রীদের দফতর বন্টন করে দেওয়া হয়। সুজিত বসু- দমকল দপ্তর(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী) নির্মল মাঝি- শ্রম প্রতিমন্ত্রী, তাপস রায়- পরিকল্পনা, পরিষদীয় দফতর(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী) রত্না ঘোষ কর- এমএসএমই । চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব কিছুটা বাড়ানো হয়েছে। অতিরিক্ত হিসেবে তাঁকে দেওয়া হয়েছে আবাসন দপ্তর পদে। এমএ/ ০৫:২২/ ২০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A84Rbb
December 20, 2018 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top