বেঁধে দেওয়া হবে বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা

নয়াদিল্লি, ১২ ডিসেম্বরঃ দিল্লিতে খাবার ও পানীয় জলের সমস্যা দিন দিন বেড়ে চলেছে। এবার এই সমস্যার সমাধান করতে অভিনব পদক্ষেপ নিতে চলেছে আপ সরকার। রাজধানীতে বিয়ের মত অনুষ্ঠানে নিমন্ত্রিতদের সংখ্যা বেঁধে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। পরিকল্পনা কার্যকর করতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এবিষয়ে আবেদন করা হয়েছে। দিল্লির রাজ্য সরকারের প্রধান সচিব বিজয় দেব শীর্ষ আদালতকে জানান, বিয়ে বাড়িতে অতিরিক্ত মাত্রায় খাবার ও পানীয় জল নষ্ট করা হয়, ফলে খাদ্য ও পানীয় জলের সংকট বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা মেটাতেই বিয়েতে নিমন্ত্রিতদের সংখ্যা বেঁধে দেওয়ার কথা ভাবা হয়েছে।

মঙ্গলবার এই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লকৌর, বিচারপতি দীপক গুপ্তা এবং বিচাপতি হেমন্ত গুপ্তা-র বেঞ্চ জানান, রাজধানীতে অনাহার ও পানীয় জলের সমস্যার এই কারণ যথোপযুক্ত নয়। প্রধান সচিব বিজয় দেব আদালতকে বলেন, এই পরিকল্পনায় রাজধানীতে বসবাসকারী ধনী ও গরীবদের মধ্যে ভারসাম্য রক্ষিত হবে। এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দিল্লির রাজ্য সরকার ও লেফটেন্যান্ট গভর্ন উভয়ের সম্মতিতে। তিনি আরও বলেন, এর আগে আরও অন্য বেশ কয়েকটি উপায় ভাবা হয়েছিল। কিন্তু সব ক্ষেত্রেই দেখা গেছে বিয়ে বা এই ধরনের অনুষ্ঠানে খাবার ও পানীয় জল নষ্টের পরিমাণ সর্বাধিক। শহরে আরও অনেক ফুড ব্যাংক তৈরি হওয়া প্রয়োজন। তাই আপাতত ছসপ্তাহের জন্য এই সিদ্ধান্ত গ্রহনের কথা ভেবেছে সরকার। এই ছসপ্তাহে দিল্লির বিভিন্ন প্রান্তে আরও বেশকিছু ফুড ব্যাংক গড়ে তোলা হবে। অবশেষে আদালতের তরফে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ পরিকল্পনাটি লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2C6Halh

December 12, 2018 at 04:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top