বিশ্বনাথে দেয়াল ঘড়ির সমর্থনে প্রচার মিছিল-পথসভা

received_340408113407107বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর দেয়াল ঘড়ি প্রতীকের সর্মথনে প্রচার-মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের মাদানিয়া মাদরাসার প্রাঙ্গন থেকে প্রচার মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর মূখে পথসভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের নায়েবে আমীর ও ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান উদ্দিন।

তিনি বলেন, বিশ্বনাথ-ওসমানীনগর একটি সমৃদ্ধ জনপদ। এই জনপদের মানুষ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছেন। আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের জনগণের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচিত করার এক সুর্বণ সুযোগ এসেছে।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে মুনতাছির আলীকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে। মুনতাছির আলীকে ২০দলীয় জোট ও ঐক্যফ্রন্ট প্রার্থী ঘোষনা করার আহবান জানান তিনি।

উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আবদুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েক আহমদ সায়েকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান, মাওলানা রওনক আহমদ, যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেশনা সম্পাদক ডাক্তার মস্তাক আহমদ, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপদি তোফায়েল আহমদ মতিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ শরীফ উদ্দিন, খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা মুহাছিন আহমদ, আবু সুফিয়ান, মাওলানা কামাল আহমদ, মাওলানা আনহার আহমদ, মাওলানা হাসান আহমদ, তৈমুছ আলী, এনামুল হক, বকুল মিয়া, শাহীন আহমদ, লোকমান আহমদ, মাওলানা ইকবাল হোসেন প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2EyYGjH

December 21, 2018 at 07:38PM
21 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top