মুম্বাই, ২৮ ডিসেম্বর- অনেক দিন থেকেই নানা রোগে ভুগছেন বর্ষীয়ান অভিনেতা কাদের খান। অক্টোবর মাসে তাকে ভর্তি করা হয়েছে হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠ হাসপাতালে। আবারও অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তিকরা হয়েছে তাকে। বর্তমানে ছেলে সরফরাজ খানের সঙ্গে কানাডায় থাকেন এই অভিনেতা। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন কাদের খান। অনেক দিন থেকেই সাধারণ ভেন্টিলেশনে ছিলেন ৮১ বছর বয়সি এ অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশেষ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। এ অভিনেতার নিউমোনিয়া হওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা। বর্তমানে তার চেতনা থাকলেও শুধু ইশারায় কথা বলছেন তিনি। শরীর নড়াচড়া করতে পারছেন না। তিনি প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসিতে আক্রান্ত বলে মনে করা হচ্ছে। এ রোগের কারণে রোগী চলাফেরা করতে পারেন না, ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ও শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন বলে জানা গেছে। কুলি, রাজা বাবু, কুলি নম্বর ওয়ান, দুলহে রাজা, হাম, কালা বাজারসহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কাদের খান। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন থেকে শুরু করে গোবিন্দর সিনেমায় গুরুত্বপূর্ণ ও কমেডি চরিত্রে তাকে দেখা গেছে। সব চরিত্রেই বাজিমাত করেছেন এ অভিনেতা। এমইউ/০৪:৩০/২৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SuVda5
December 28, 2018 at 10:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top