জর্ডানে বিএনপি’র নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত

Untitled-1

জর্ডান থেকে কবির হোসেন সেলিমঃ বাংলাদেশে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জর্ডানে বিএনপি’র প্রবাসী নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।৭ ডিসেম্বর  শুক্রবার দুপুরে আলতাজুমা  এলাকায় স্থানীয় এক হল রুমে জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।জর্ডান বি এনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক  ইসমাইল হোসেনের পরিচালনায়সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দূর্জয় ভূইয়া প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জর্ডান বিএনপি কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক মোঃবিল্লাল হোসেন।

উক্ত আলোচনা সভায়  বক্তব্য রাখেন জর্ডান বি.এন.পি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মেজবা উদ্দিন, সহ-সভাপতি সেলিম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি কাশেম মজুমদার,  সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শামীম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন সহ আরো অনেকে।

সভায় সভাপতি  তাঁর মূল বক্তব্য পর্বে অংশ নিয়ে বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই।আগামী ৩০ শে ডিসেম্বরের  নির্বাচনে  সকল জিয়ার সৈনিকদের  ঐক্যবদ্ধ হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষাভাবে অংশ নিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।আসন্ন ভোটে ধানের শীষে ভোট দিয়ে আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে তারেক রহমাকে দেশে ফিরিয়ে আনতে হবে।দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আওয়ামী সরকারের দুর্নিীতি বন্ধে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে।

সভার প্রধান বক্তা মোঃবিল্লাল হোসেন বলেন, দেশের গনতন্ত্র কে মুক্ত করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে  নির্বাচনের দিন সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য আহবান জানান।সংগঠনটির সহ-সভাপতি সৈয়দ মামুন বলেন,যে সব প্রবাসীরা দেশে যেতে পারবেন না, তাদেরকে প্রবাস থেকে মোবাইলের মাধ্যমে নিজ নিজ এলাকায় ধানের শীষের প্রচারনায় অংশ নিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সকল প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। ইনসাল্লাহ আমাদের বিজয় এবার সুনিশ্চিত।

সভার শুরুতেই পবিত্র কোরান তেলাওয়াত করেন ইসমাইল হোসেন মজুমদার।এছাড়াও সভায় আম্মান, আলদুলাল, সাহাব,জারকা,আলতাজুমাসহ বিভিন্ন শাখা কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2rr9loD

December 08, 2018 at 02:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top