দুই দলে সংঘর্ষ, উত্তেজনা বীরপাড়ায়

রাঙ্গালিবাজনা, ১৭ ডিসেম্বরঃ স্মারকলিপি দেওয়া নিয়ে মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হল। সোমবার এই দুই দলের সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মাদারিহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব দাস বলেন, ‘এদিন স্মারকলিপি প্রদানের কোনো কর্মসূচি ছিল না। অথচ, একদল বিজেপি কর্মী আমার কক্ষে ঢুকে স্মারকলিপি দেওয়ার নাম করে অকথ্য গালিগালাজ শুরু করেন। এটা অত্যন্ত আপত্তিকর ঘটনা।’ এদিকে, বিজেপির অভিযোগ, তাঁরা স্মারকলিপি দিতে গেলে তৃণমূলের কর্মীরা চড়াও হয়। তৃণমূলের পালটা অভিযোগ, বিজেপির কর্মীরা প্রধানকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করলে বাধা দেন তাঁরা। প্রধান জানান, তিনি কোনও স্মারকলিপি গ্রহণ করেননি।

এ প্রসঙ্গে মাদারিহাট থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ErhHVa

December 17, 2018 at 04:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top