কোলাঘাটে গাড়ি দুর্ঘটনায় মৃত এক, আহত ৩

কোলাঘাট, ১৮ ডিসেম্বরঃ কোলাঘাট থানার বড়দাবাড় বাসস্ট্যান্ডের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মধুসূদন গাঁতাইত‌। আহত হয়েছেন গাড়ির চালক সহ ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সকলকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।

মধুসূদনবাবুর মেয়ে দিল্লিতে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন। মেয়ে বাড়ি ফিরবে সেই খবর শুনে গাড়ি ভাড়া করে দমদম বিমানবন্দরে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। বড়দাবাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে তাঁদের গাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মধুসূদনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশের অনুমান, কুয়াশা ও বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। ট্রাকটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2T1os4b

December 18, 2018 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top