ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

জুনিউ, ১ ডিসেম্বরঃ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আলাস্কা। আলাস্কা ভূমিকম্প কেন্দ্র এবং ইউএস জিওলজিকাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, আলাস্কার অ্যাঙ্কারেজে এই ভূমিকম্পের কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.০ এবং ৫.৭ ম্যাগনিটিউড। আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্করেজের থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এই শহরে বসবাস করেন অন্তত তিন লক্ষ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের ৪০.৯ কিলোমিটার গভীরে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আলাস্কার সমস্ত উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

বিবিসি সূত্রে খবর, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিট (ভারতীয় সময় শুক্রবার রাত ১০টা ৫৯ মিনিট) প্রথম কম্পন অনুভূত হয়। এর পরবর্তী ৬ ঘণ্টায় অন্তত ৪০ বার (আফটার শক) মাঝারি ও মৃদু কম্পন অনুভূত হয়েছে আলাস্কায় যার মধ্যে সর্বোচ্চটির কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ ম্যাগনিটিউড। তিনটির তীব্রতা ছিল ৫ ম্যাগনিটিউডের বেশি এবং দশটির তীব্রতা ছিল ৪ ম্যাগনিটিউডের বেশি।

বিবিসি সূত্রে খবর, আলাস্কার বিভিন্ন এলাকায় একাধিক ছোট ও মাঝারি মাপের বাড়ি এবং উড়ালপুলের ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেড়িয়ে পড়ছে মানুষ। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E7nobl

December 01, 2018 at 12:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top