আগ্রা, ১০ ডিসেম্বরঃ এবার থেকে তাজমহলে ঢুকতে আগের তুলনায় বেশি টাকা গুনতে হবে পর্যটকদের। কারণ, তাজমহলের টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এতে যেমন পর্যটক সংখ্যা কমবে তেমনই অতিরিক্ত অর্থ দিয়ে তাজমহল রক্ষণাবেক্ষণ করা হবে৷ এমনটাই জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷
এতদিন তাজমহলে ঢুকতে গেলে ৪০ থেকে ৫০ টাকা দিতে হত পর্যটকদের। কিন্তু সোমবার থেকে তাজমহলে ঢুকতে গেলে পর্যটকদের দিতে হবে ২৫০ টাকা। দেশি বা বিদেশি, উভয় পর্যটকের ক্ষেত্রেই টিকিটের দাম ২০০ টাকা করে বেড়েছে। বিদেশি পর্যটকদের জন্য টিকিটের দাম ১ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৩০০ টাকা হয়েছে। তবে সার্কের অধীনস্থ দেশগুলির পর্যটকদের জন্য টিকিটের দাম ৭৪০ টাকা ধার্য করা হয়েছে যা আগে ছিল ৫৪০ টাকা। সোমবার থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qn8i8m
December 10, 2018 at 04:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন