গুয়াহাটি, ২৩ ডিসেম্বরঃ চালু হতে চলেছে দেশের দীর্ঘতম রেলরোড ব্রিজ। ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিনে বগিবিল ব্রিজটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪.৯৪ কিলোমিটার দীর্ঘতম ব্রিজটি ব্রহ্মপুত্রের উপর অবস্থিত। ব্রিজটির ফলে অসমের তিনসুকিয়া থেকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন টাউনে যেতে ১০ ঘণ্টা কম সময় লাগবে। ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে ৫,৯২০ কোটি টাকা।
১৯৯৭ সালে অসম ও অরুণাচল প্রদেশের সংযোগকারী এই ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। ২০০২ সালে ব্রিজটির নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি। দীর্ঘ ২১ বছর পর দেশের সবচেয়ে বড় রেলরোড ব্রিজটির উদ্বোধন হতে চলেছে।
প্রতিরক্ষার ক্ষেত্রে ব্রিজটিকে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও প্রণব জ্যোতি শর্মা জানান, ব্রহ্মপুত্র নদের উপর ব্রিজ তৈরি করাটাই চ্যালেঞ্জের। কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এলাকাটি ভূমিকম্পপ্রবণ।
ডবল ডেকার বগিবিল ব্রিজটি তৈরির দায়িত্বে রয়েছে ভারতীয় রেল। ব্রিজটির নিচের অংশে রয়েছে রেলট্র্যাক ও উপরে রয়েছে তিন লেনের রাস্তা। ব্রিজটি প্রতিরক্ষার ভারী ট্যাংক বহনেও সক্ষম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2rPCyKj
December 23, 2018 at 06:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন