কলকাতা, ২৯ ডিসেম্বরঃ ৩ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচি বাতিল করল রাজ্য বিজেপি। কলকাতায় আইন অমান্য কর্মসূচি বাতিলের পিছনে দুটি কারণ উঠে আসছে। প্রথমত, ২৯ জানুয়ারি ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশ মেনে আইন অমান্য কর্মসূচি বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, ৩ জানুয়ারি রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে।
ব্রিগেডে ২৯ জানুয়ারি নরেন্দ্র মোদির সভার জন্য মাঠ চেয়ে সেনার কাছে আবেদন করেছিল রাজ্য বাজেপি। সেই আবেদন সেনা মঞ্জুর করেছে। প্রধানমন্ত্রীর দপ্তর(পিএমও) থেকে প্রধানমন্ত্রীর জনসভা করার বিষয়ে ছাড়পত্রও মিলেছে। তাই ৩ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি।
দলীয় সূত্রে খবর, ৩ জানুয়ারি কলকাতায় আইন অমান্য কর্মসূচি বাতিল হলেও জেলায় জেলায় কর্মসূচি মেনেই আইন অমান্য আন্দোলন হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Q8RdK0
December 29, 2018 at 01:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন