ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত বেড়ে ২৮১, আহত হাজারখানেক

জাকার্তা, ২৪ ডিসেম্বরঃ হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। সোমবার ইন্দোনেশিয়ার প্রাকৃতিক দুর্যোগর রিপোর্ট অনুযায়ী, সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১। আহতের সংখ্যা প্রায় হাজারখানেক। এখনও নিখোঁজ বহু মানুষ। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে সৃষ্ট একটি ভূমিধসের পর সুনামির সৃষ্টি হয়। হঠাৎই তট ভাসিয়ে দ্বীপের অন্দরে ঢুকে পড়ে সমুদ্র। বিস্ময়ের ঘোর কাটার আগেই বিপর্যয়ের মুখে পড়ে সাধারন মানুষ। নিখোঁজদের খোঁজে অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় দুর্যোগ  মোকাবিলা দফতর উপকূলীয় অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলে আরও সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2T9lwT8

December 24, 2018 at 12:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top