গাজিপুর, ৩০ ডিসেম্বরঃ বুলন্দশহরের পর ক্ষিপ্ত জনতার হাতে ফের পুলিশের মৃত্যু হল উত্তরপ্রদেশে। এবার ঘটনাস্থল গাজিপুর। হাইওয়েতে অবরোধ তোলার সময় সুরেশ বৎস (৪৮) নামে ওই পুলিশ কনস্টেবলের মাথায় পাথরেরর আঘাত লাগে। সেই আঘাতেই মৃত্যু হয় সুরেশের। ঘটনায় আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে বারবার এই ধরণের ঘটনায় ফের একবার আঙুল উঠেছে রাজ্য সরকারের দিকে। ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামেও অভিযোগ দায়ের করা হয়েছে। যাদের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গাজিপুরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সভার নিরাপত্তার ডিউটিতে ছিলেন নোনহারা থানার কনস্টেবল সুরেশ। সভার পর ডিউটি সেরে থানায় ফিরছিলেন তিনি ও অন্য পুলিশকর্মীরা। সেই সময় হাইওয়েতে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধ করেন রাষ্ট্রীয় নিষাদ পার্টির সদস্যরা। অবরোধ তুলে দেওয়ার জন্য বলা হয় পুলিশকর্মীদের। তাঁরা সেখানে গিয়ে অবস্থান তোলার চেষ্টা করলে পুলিশের দিকে পাথর ছুড়তে শুরু করে অবরোধকারীরা । তখনই আঘাত পান সুরেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গাজিপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অবিলম্বে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। নিহত পুলিশকর্মীর স্ত্রী-কে ৪০ লক্ষ ও তাঁর বাবা-মা-কে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TilLuR
December 30, 2018 at 11:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন