বুলন্দশহরে পুলিশকর্মীর মৃত্যু নিছকই দুর্ঘটনা, দাবি যোগীর

বুলন্দশহর, ৮ ডিসেম্বরঃ বুলন্দশহরে পুলিশ অফিসার সুবোধ কুমার সিংয়ের খুনের ঘটনাকে নিছকই দুর্ঘটনা বলে চিহ্নিত করলেন উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগী বলেন, ‘উত্তরপ্রদেশে কোনো গণপিটুনির ঘটনা ঘটেনি। বুলন্দশহরে যে ঘটনা ঘটেছিল তা আসলে একটি দুর্ঘটনা। এই ঘটনার তদন্ত চলছে, কেউ পার পাবে না’

এই বক্তব্যের ঠিক আগের দিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি মিটমাট করতে নিহত পুলিশ অফিসারের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁর পরিবারকে রাজ্যের তরফে ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানান। এও প্রতিশ্রুতি দেন, পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য শিক্ষাঋণের বন্দোবস্ত করে দেবেন তিনি। পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দেন।
এদিকে এডিজিপি(আইনশৃঙ্খলা) এসবি শিরাদকরের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে বদলি করা হল সার্কেল অফিসার সত্যপ্রকাশ শর্মা ও ইনচার্জ সুরেশ কুমার। তাদের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাফলতির অভিযোগ রয়েছে। পাশাপাশি এসপি কৃষ্ণ বাহাদুর সিং-এর বদলে সিতাপুরের এসপি প্রভাকর চৌধুরীকে বুলন্দশহরের এসএসপি হিসেবে নিয়োগ করা হল। কৃষ্ণ বাহাদুরকে লখনউতে ডিজিপি পদে বদলি করা হয়েছে।

পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনায় এক সেনা জওয়ান জড়িত বলে উত্তরপ্রদেশ পুলিশের দাবি। সূত্রের খবর, এই বিষয়ে সেনার নর্দার্ন কমান্ডের কাছে সাহায্য চেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

জীতেন্দ্র মালিক ওরফে জিতু ফৌজি নামে সেই জওয়ানকে জম্মু থেকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SvGqv8

December 08, 2018 at 07:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top