কানাডায় খনি থেকে মিলল বিরল হিরে

ওটাওয়া, ১৫ ডিসেম্বরঃ কানাডার একটি খনি থেকে পাওয়া গেল মুরগির ডিমের আকারের এবং মাপের একটি হিরে। উত্তর-পশ্চিম টেরিটরির দিয়াভিক খনিতে ৫৫২ ক্যারাটের হলুদ হিরেটি পাওয়া গিয়েছে। হিরেটি খনির থেকে বের করেছে ডমিনিয়ন ডায়মন্ড মাইনস অ্যান্ড রিও টিনটো গ্রুপ। উত্তর আমেরিকায় এখনও পর্যন্ত এর থেকে বড় মাপের হিরে পাওয়া যায়নি।

ডমিনিয়ন ডায়মন্ড মাইনস অ্যান্ড রিও টিনটো গ্রুপের সিইও শ্যেন দুর্গিন জানিয়েছেন, এই হিরেটি গয়নায় ব্যবহারের যোগ্য। তবে এই হিরের দাম ঠিক কত হতে পারে তা নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি শ্যেন।

এই শতকের সপ্তম বৃহত্‍ মাপের হিরে এটি। বিশ্বের ৩০টি সর্ববৃহত্‍ আকারের হিরের মধ্যে অন্যতম এই হলুদ হিরে। ১৯০৫ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাপের হিরেটি পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। ৩১০৬ ক্যারেটের কালিনান হিরেটি পরে বিভিন্ন গয়নায় ব্যবহার করা হয়েছিল। তারই মধ্যে দুটি-দ্য গ্রেট স্টার অফ আফ্রিকা এবং লেসার স্টার অফ আফ্রিকাটি লাগানো আছে ব্রিটেনের রানির মুকুটে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SV3ioj

December 15, 2018 at 05:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top