মালদা, ২০ ডিসেম্বরঃ বিএসএফ ও গোরু পাচারকারী মধ্যে সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের দৌলতপুর বিওপি এলাকায়। মৃতের নাম নাইম হোসেন (২০)।
জানা গিয়েছে, গতকাল ১৫ থেকে ২০ জনের একটি পাচারকারী দল সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে গোরু পাচার করছিল। সেই সময় জওয়ানরা তা দেখতে পেয়ে পাচারকারীদের চলে যেতে বলেন। কিন্তু ওই ব্যক্তি কোনোরকম তোয়াক্কা না করে উলটো জওয়ানের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাচারকারীর। এদিন সকালে বৈষ্ণবনগর থানার পুলিশ সীমান্ত এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, বিএসএফের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SiTDaQ
December 20, 2018 at 03:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন